প্রেসনিউজ২৪ডটকমঃ স্বৈরাচার প্রতিরোধ দিবসে জয়নাল-দীপালী-কাঞ্চনসহ সকল লড়াকু-শহীদের প্রতি শ্রদ্ধা আজ ১৪ ফেব্রুয়ারি, স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে জয়নাল-দীপালী-কাঞ্চনসহ মুক্তি সংগ্রামের লড়াকু-শহীদের স্মরণে র্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
র্যালি ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান ও সৌরভ সেনসহ জেলা কমিটির নেতৃবৃন্দরা, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব আবিদ রহমান,সদস্য শেখ সাদি, তাহমিদ আনোয়ার, তোলারাম কলেজ সংগঠক রাইসা ইসলাম, মুন্নি আক্তার প্রত্যাশা সহ অন্যান্য কর্মী-সংগঠকরা। জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় জেলা কার্যালয় থেকে র্যালি শুরু করে বি বি রোড প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌছায়৷
পরবর্তীতে শহীদ মিনারের বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সভাপতির বক্তব্যে ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, “আজকের এই দিনে আমরা স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ জয়নাল, দীপালী, কাঞ্চনসহ ২৪-এর অভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের ইতিহাসে যুগে যুগে মুক্তির লড়াই অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও তা চলবে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জের তরুণ ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে এই লড়াইয়ে নেতৃত্ব দেবে।”
তিনি আরও বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, জনগণের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে এবং ২৪-এর অভ্যুত্থানের সময় গণহত্যা চালিয়েছে, তাদের বিচার কার্যকর করার মধ্য দিয়ে যাত্রা হবে নতুন বাংলাদেশ বিনির্মানের। লাখো শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণের লড়াইয়ে ছাত্র ফেডারেশন বুক চিতিয়ে নেতৃত্ব দিচ্ছে তার সূচনালগ্ন থেকে। এই ঐতিহাসিক রূপান্তরের সংগ্রামে নারায়ণগঞ্জের সকল শিক্ষার্থীকে সংগঠিত থাকার আহ্বান জানাই। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধতাই আমাদের শক্তি, যা আমাদের এনে দেবে বিজয়।”