প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা তালতলী হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
এ সময় তিনি বলেন তোমরা সাংস্কৃতিক খেলাধুলার পাশাপাশি ভালোভাবে পড়াশোনা করে মানুষের মত মানুষ হবে এমনটাই প্রত্যাশা করি। অধ্যক্ষ ধনাগোদা তালতলী হাই স্কুল এন্ড কলেজের জনাব মোঃ ফারুকুল ইসলামের সভাপতিত্বে অত্র কলেজের বাংলা প্রভাষক মোঃ আকাশ ও সামাজিক বিজ্ঞানের শিক্ষক মিজানুর রহমান, আইটি বিভাগের শিক্ষক মেহেদী হাসান নাজিরের সঞ্চালনায় বিশেষ অতিথি : উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ আশরাফুল আলম, বিশিষ্ট সমাজসেবক মোঃ আলাউদ্দিন খান,
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম বলেন আমার দেখা ধোনাগোদা তালতলী বিদ্যালয়ের শিক্ষার মান অনেক ভালো তবে সামনে আরো ভালো করতে হবে সেই দিকে খেয়াল রাখতে হবে পাশাপাশি সাংস্কৃতিক খেলাধুলার প্রতিও মনোযোগী হতে হবে যাতে ছাত্রছাত্রীরা মাদকাসক্ত না হয় এবং ইভটিজিং কারীদের সতর্ক করে বলেন যারা ইভটিজিং করবে তাদেরকে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে।