মহেশপুরে কৃষকের ২ হাজার ড্রাগণ গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা

0
মহেশপুরে কৃষকের ২ হাজার ড্রাগণ গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা :ঝিনাইদহের মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের প্রায় ২ হাজার ড্রাগন গাছ কেটে সাবার করে দিয়েছে প্রতিপক্ষরা। সোমবার রাতে উপজেলার মালাধরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এতে ঐ কৃষকের ৫-৬লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের বেলতলা মাঠে কৃষক ইদ্রিস আলী তিন বছর আগে ২০ শতক জমিতে ড্রাগন ফলের আবাদ করেছিলেন। কিছুদিন আগে বাগান থেকে কিছু ড্রাগন ফল বিক্রিও করেছেন তিনি। সোমবার রাতে তার বাগানের সব ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা।পাশের জমির কৃষক আবু তাহের জানান,দীর্ঘদিন ধরে আজমপুর গ্রামের মজিবর ও ইদ্রিসের পরিবারর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো । মাঝে মধ্যে একে অপরের ক্ষতি করেন তারা।

কৃষক শাহবুদ্দিন ও আলী হোসেন জানান,ইদ্রিস ও মুজিবরের মধ্যে জায়গা জমি নিয়ে ঝামেলা দীর্ঘদিনের। কেউ এটা মিটিয়ে দিচ্ছে না, কিছু দিন পরপর এরা একে অন্যেও ক্ষকি করে। তারা আরও জানান এটা তো আর সমাধান না,ফসলের ক্ষতি করে নিজেরা ক্ষতি গ্রস্ত হচ্ছে। এ বিষয়টি সমাধান হওয়া প্রয়োজন। ক্ষতিগ্রস্থ কৃষক ইদ্রিস আলীর দাবি, জমি নিয়ে আজমপুর গ্রামের মজিবর ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছে।

এর আগে গেল ১৫ নভেম্বর এক বিঘা ড্রাগন বাগান কেটে দিয়েছিল তারা। ২ হাজার ড্রাগন গাছ কেটে দেওয়ায় তার প্রায় ৫-৬ লাখ টাকা ক্ষতি হয়েছে।এ বিষয়ে মজিবরের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষকসহ স্থানীয়রা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here