আওয়ামীলীগের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে না’গঞ্জ শহরে জোসেফের নেতৃত্বে বিক্ষোভ

0
আওয়ামীলীগের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে শহরে

প্রেসনিউজ২৪ডটকমঃনিজস্ব সংবাদদাতা: আওয়ামীলীগের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল (জোসেফ)। রোববার (২ ফেব্রুয়ারি) বাদ মাগরিব ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা জোসেফের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি টানবাজার থেকে শুরু হয়ে নিতাইগঞ্জ ঘুরে শহরের ২ নং রেলগেইট প্রদক্ষিণ করে ১ নং রেলগেইট হয়ে আবার মিনাবাজার এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে জোসেফ বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় নৈরাজ্যের উদ্দেশ্যে  মিছিল করেছে তাদের এ সাহস কে দিয়েছ। তিনি আরো বলেন, বিগত ১৬ বছর আওয়ামীলীগ দেশের জনগনের উপর স্টিম রোলার চালিয়েছে। অসংখ্য গুম, খুন এবং আয়না ঘরের মত অমানুষিক কাজ করেছে এই ফ্যাসিস্ট সরকার। তারা এখন নতুন করে দেশকে অশান্ত করার পায়তারা করছে। দুবাই থেকে অর্থায়ন করা হচ্ছে নারায়ণগঞ্জকে অশান্ত করার লক্ষ্যে।

তিনি এইসব আওয়ামীপন্থী দের সাবধান করে বলেন,আপনারা যদি নির্দোষ হন তাহলে আইনের কাছে নিজেদের সোপর্দ করেন। কিন্তুু  শহরে নতুন করে কোন বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে আপনাদের পিঠের চামড়া থাকবে না।  এছাড়াও যারা বিভিন্ন মামলার আসামি হয়ে এখনো পলাতক রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানান জোসফ।

এ সময় উপস্থিত ছিলেন, জুয়েল প্রধান,আমির হোসেন, বাপ্পি শিকদার, হাজী সাইদ, সাইদ মুন্শি, শফিকুল আলম মুক্ত, সবুজ, মান্নান,  শান্ত,  আলী নওশাদ তুষার, নুর আলম খন্দকার, রুবেল হেসেন, শাহীন ঢালী, মোজাম্মেল হক, আব্দুর রহিম, সোলায়মান, হারুন উর রশীদ, আলফু প্রধান, মুসা,  মাহমুদুল হাসান মাসুম,  সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here