মতলব উত্তরের নিখোঁজ রুবেলের মরদেহ মিলল চাঁদপুরের আবাসিক হোটেলে

0
মতলব উত্তরের নিখোঁজ রুবেলের মরদেহ মিলল চাঁদপুরের আবাসিক হোটেলে

প্রেসনিউজ২৪ডটকমঃ বাসা থেকে ট্রেনিংয়ের উদ্দ্যেশ্যে বের হওয়ার পর চাঁদপুর শহরের একটি আবাসিক হোটেলে মিলল রুবেল হাসান রাফি (২৮) নামে এক যুবকের মরদেহ। রোববার (২ ফেব্রুয়ারি) বিকালে সিলিং ফ্যানের সাথে কাপড় পেঁচানো ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি দেখে উদ্ধার করে পুলিশ।

নিহত রুবেল হাসান রাফির বড় ভাই জাহাঙ্গীর আলম জানান, গ্লোব ফার্মাসিটিক্যালসে মতলব উত্তরে কর্মরত ছিল রুবেল। ১ ফেব্রুয়ারি সকালে অফিসের ট্রেনিংয়ে যোগ দিতে নোয়াখালী উদ্দেশ্যে রওনা হয়ে গ্রামের বাড়ি থেকে বের হয় রুবেল। এরপর ফোনে জানতে পারলাম চাঁদপুরের একটি হোটেলে তার লাশ পাওয়া গেছে। জানা যায়, রুবেল হাসান রাফি হচ্ছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আধুরভিটি গ্রামের মৃত হাবুল সর্দারের ছেলে।

ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত। তার ঝুলন্ত লাশটি শহরের বিপনিবাগ রূপসি হোটেল থেকে উদ্ধার করা হয়। রূপসি হোটেল থেকে জানা যায়, রুবেল নামে ওই যুবক ১ ফেব্রুয়ারি একটি কক্ষ ভাড়া নিয়ে হোটেলে ওঠেন। রোববার কোনো এক সময় হোটেলের ওই কক্ষের সিলিং ফ্যানে রশি দিয়ে গলায় ফাঁশ দিয়ে ঝুলে পড়েন। পরে দিন-দুপুরেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে জানালে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো হোটেলের ম্যানেজার বা কাউকে আটক করা হয়নি। আমরা এই ছেলে কার সাথে হোটেলে ওঠেছে বা ঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছে- সবকিছুই তদন্তে বের করতে পারব বলে আশা রাখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here