প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা: গত দুই দিনের ব্যবধানে চট্টগ্রামে রাজপথে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল করার খবর পাওয়া গেছে। এতে নেতৃত্ব দেন ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি সড়কের নাজিরপোল মিড পয়েন্ট হাসপাতালের সামনে দিয়ে কদমতলির দিকে যায়।
শনিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে পোস্ট করা মিছিলের ৫২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে অবৈধ ইউনূসের বিরুদ্ধে ডবলমুরিং থানা ছাত্রলীগ আয়োজিত চট্টগ্রাম নগরীর পাঠানটুলী রোডে মিছিল’। ভিডিওতে দেখা গেছে, আনুমানিক ১৫ জন ছাত্রলীগের নেতাকর্মী পাঠানটুলি সড়কে হেঁটে মিছিলটি করেন। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন। এ সময় বেশিরভাগ কর্মীর মুখে মাস্ক আবার অনেকের মাথায় হেলমেটও দেখা গেছে।
মিছিলে নেতৃত্ব দেওয়া রাকিব হায়দার লাল রঙের একটি সোয়েটার পড়ে ছিলেন। তবে পুলিশ বলছে, মিছিল করার কোনো হদিস পাওয়া যায়নি। এমনকি তাদের মিছিল করতে দেখেছে— এমন কোনো সাক্ষীও পায়নি। আপাতদৃষ্টিতে ভিডিওটি ফেক হিসেবেই ধরে নিচ্ছেন পুলিশ কর্মকর্তারা। গুগল ম্যাপ ঘেঁটে ভিডিওর সাথে ক্রসচেক করে পুলিশের মনে হয়েছে মিছিলটি পুরোনো। ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ গুজব ছড়াচ্ছে।
ঝটিকা মিছিল প্রসঙ্গে জানতে চাইলে ডবলমুরিং থানার ওসি কাজী রফিক বলেন, আমি খবর পেয়েছি। একটি ছোট রাস্তায় ৮-১০ জন লোকের মিছিল। মিছিলে কোনো ব্যানার ছিল না। তাছাড়া আমরা সিসিটিভির কোনো ফুটেজ পাইনি। কোনো লোকজন স্পেসিফিক বলতে পারছে না। আমাদের কার্যক্রম চলমান রয়েছে।