প্রেসনিউজ২৪ডটকমঃ স্টাফ রিপোর্টারঃ গত শুক্রবার (৩১ জানুয়ারী) সকালে বন্দরের দীঘলদী শুকুর মিয়ার বাড়িতে (হুজুর বাড়ী সংলগ্ন) চাঁদা না পাওয়ায় হামলা করে দুলাল গং। উল্লেখ্য পূর্ব শত্রুতার জের ধরে । দুলাল (৪৫), ২। রানা (৩০), পিতাঃ নায়েব আলী, সাং- সাবদি, ৩। মোঃদিপু (২৭), পিতা-অজ্ঞাত, সাং-হাজারী চানপুর, ৪। নান্টু বাবু (৩০), পিতা-অজ্ঞাত, সাং-জিওধরা, ৫। মাওছছা স্বপন (৩০), পিতা-অজ্ঞাত, সাং-শাহীমসজিদ, ৬। আনোয়ার (৪৭), পিতা-অজ্ঞাত, সাং-শাহীমসজিদ, থানা-বন্দর, জেলাঃ নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা ৫/৬ জন গত ৩১ জানুয়ারী সকাল ৬ ঘটিকায় শুকুর আলীর দীঘলদী’র বাড়িতে এসে গেইট খুলতে বলে এবং তৎক্ষনাৎ গেইট না খুললে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এব্যাপারে শুকুর আলীর স্ত্রী সালমা(৪০) ঘটনার বর্ননা দিয়ে বলেন,বাসার গেইটের দরজা দিয়ে খেয়াল করে দেখি বিবাদীগন প্রত্যেকে ধারালো অস্ত্র-শস্ত্র সজ্জিত হইয়া বাসার বাহিরে অবস্থান নিয়ে আছে। আমি হামলাকারীদের দেখে ভয় পেয়ে আমার স্বামী মোঃ শুকুর আলীকে বাসার পিছন দিয়ে দেয়াল টপকিয়ে যেতে বলি। বাসা থেকে অন্যত্র সরে যাওয়ার সময় হামলাকারীরা আমার স্বামীকে ধাওয়া করে ধরে ফেলে এবং দুলালের নেতৃতে অন্যান্য অস্ত্রধারীরা আমার স্বামী মোঃ শুকুর আলীকে হত্যা করার জন্য এবং তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
তখন আমার স্বামী এবং আমার ডাক চিৎকারে পুরো এলাকাবাসী জড়ো হয়ে আমাদের বাড়ীর পিছনে থেকে আমার স্বামীকে হামলাকারীদের নিকট হইতে উদ্ধার করে। পরবর্তীতে এলাকাবাসীর তোপের মুখে আমাদেরকে প্রান নাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ভুক্তভোগী শুকুর আলীর স্ত্রী সালমা আরও জানান হামলাকারীরা যাওয়ার সময় ৫ ভরি সোনা,৩০ ভরি রূপা,নগদ ৮০ হাজার টাকা, ৪টা সিসি ক্যামেরা,৪০ ইঞ্চি টিভি, বৈদ্যুতিক চুলা,গ্যাসের চুলা,ওভেন,১০ টা মুরগী সহ দামী জামাকাপড় নিয়ে যায়।
এ ব্যাপারে সালমা (৪০) বাদী হয়ে বন্দর থানায় গত শুক্রবার (৩১ জানুয়ারী) অভিযোগ দায়ের করলেও আসামীদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ বা মামলাও নিচ্ছে না। ভুক্তভোগী সালমা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত পূর্বক সঠিক বিচার দাবি করেন।