ফতুল্লায় চাঁদা না পেয়ে ডাইং কারখানায় সন্ত্রাসী হামলা, মালিক সহ আহত ২

0
ফতুল্লায় চাঁদা না পেয়ে ডাইং কারখানায় সন্ত্রাসী হামলা, মালিক সহ আহত ২

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা না পেয়ে ‘একতা’ নামে একটি ডাইং কারখানায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির মালিক সহ দুজন আহত হয়েছেন। শনিবার বিকেলে ফতুল্লার কায়েমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- প্রতিষ্ঠানটির মালিক সোহাগ মিয়া ও তার ছেলে তানভির আহমমেদ ইফাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, কায়েমপুরের পিঠালিপুল এলাকায় সন্ত্রাসী ও মাদকাসক্ত হিসেবে পরিচিত মামুন (২৭) ও মো. সিফাত (২৪) এলাকার কিছু সন্ত্রাসী নিয়ে সংঘবদ্ধভাবে শনিবার বিকেলে একতা ডাইং কারখানায় এসে সোহাগ মিয়ার কাছে চাঁদা দাবি করে। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা সোহাগ মিয়াকে শারিরীকভাবে লাঞ্চিত করার পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছেলেকেও আঘাত করে তারা।

হামলার শিকার সোহাগ মিয়া জানান, সন্ত্রাসীরা শুধু হামলা করেই থেমে থাকেনি; তার পরিবারকেও হুমকি দেয় তারা। এ ব্যপারে ফতুল্লা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিকুল ইসলাম বলেন, পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here