না’গঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের যাত্রা শুরু

0
নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের যাত্রা শুরু

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট ক্লাবের যাত্রা শুরু হয়েছে।। শনিবার (২৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি রেস্টুরেন্ট এ সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক প্রণব কৃষ্ণ রায়, সদস্য সচিব আহাম্মদ শরীফ পারভেজ, সদস্য মুহাম্মদ রাশিদ চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ। আহ্বায়ক প্রণব কৃষ্ণ রায় জানান, দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে সম্মতি দিয়েছেন ‘৮০ দশকের বিখ্যাত ফটোগ্রাফার ও ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আরটিভির প্রতিনিধি আনোয়ার হাসান, আড়াইহাজার টাইমসের সম্পাদক মো. নজরুল ইসলাম, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার মো. রনি আহম্মেদ, রূপকন্ঠের তানজিলা আক্তার, দৈনিক ইয়াদের এমএ সুমন, বাংলার চোখের সাইফুল ইসলাম, দৈনিক সমকালীন কাগজের আল মামুন খান, দৈনিক অগ্রবাণীর মো. জোনায়েদ তানভীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here