কাঁচপুরে কোস্টগার্ডের অভিযানে ৪৮৫০ কেজি জাটকা জব্দ

0
কাঁচপুরে কোস্টগার্ডের অভিযানে ৪৮৫০ কেজি জাটকা জব্দ

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের কাঁচপুরে অভিযান চালিয়ে ৪৮৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার মধ্যরাত হতে সকাল ৮টা পর্যন্ত জেলার কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নোয়াখালী হতে ঢাকাগামী দু’টি ট্রাক তল্লাশি করে ওই অবৈধ জাটকা জব্দ করা হয়।

এ সময় জব্দকৃত জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা যায় হয়নি। পরবর্তীতে ট্রাক চালক এর উপস্থিতিতে অবৈধ জাটকা ব্যতীত অন্যান্য মাছ গাড়ির স্টাফদের বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে সদর উপজেলার মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন বলেন, কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছিলো।

আমরা তথ্য পেয়ে সেখানে যাই। তারপর জাটকাগুলো আমরা বিভিন্ন স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরীব অসহায় দুস্থদের মাঝে বিতরণ করে দিয়েছি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here