মতলব উত্তর উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন সভাপতি কামাল খাঁন,সম্পাদক মামুনুর

0
মতলব উত্তর উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন সভাপতি কামাল খাঁন,সম্পাদক মামুনুর

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ হেল্থ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন (ইঐঅঅ) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শাখার নির্বাচন উৎসবমূখর পরিবেশে সুষ্ঠু, ও শান্তিপূর্ণভাবে ম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দুই বারের সাবেক সভাপতি কামাল হোসেন খান ও সাধারন সম্পাদক পদে মোঃমামুনুর রশীদ নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (২১জানুয়ারি-২০২৫)উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত নির্বাচনের উপজেলার সকল স্বাস্থ্য সহকারীদের স্¦তঃস্ফুর্ত অংশ গ্রহণে ভোট গ্রহণ করা হয়।মোট ভোটার ৪৬ জন। ভোট প্রদান কেরন ৪৫ জন। নির্বাচনটি সুষ্ঠু,অবাধ,নিরপক্ষে এবং শান্তিপূর্নভাবে সমপন্ন করার ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম আবু সাইদ এর নেতৃত্বে প্রধান নির্বাচনকমিশনের দায়িত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদীন।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. মোঃ মোবারক হোসেন,প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক সুভাষ চন্দ্র, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ মাজহারুল ইসলাম মাসুম এবং মোঃ প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য সহকারী মোঃ মিজানুর রহমান।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ছিলেন,ডা. মাজহারুল ইসলাম জনি, বাংলাদেশ হেল্থ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন (ইঐঅঅ) চাঁদপুরের সাধারণ সম্পাদক আরিফ মোঃ রুহুল ইসলাম প্রমূখ। নির্বাচন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদীন সকলের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন। এদিকে ফলাফল ঘোষণা পর নবনির্বাচিত সভাপতি মোঃ কামাল হোসেন খান ও সাধারন সম্পাদক পদে মোঃমামুনুর রশীদ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ লতিফকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাস্থ্য সহকারী মোঃ আনোয়ার হোসেন। নির্বাচনের ফলাফলে সভাপতি পদে কামাল হোসেন খান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধী জসিম উদ্দিন পেয়েছে ১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মামুনুর রশীদ ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধী মন্জুর আলম পেয়েছে ২১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল লতিফ বিনা প্রতিদ্বন্বিদ্ধতায় নির্বাচিত হয়েছে।

বিজয়ী সভাপতি কামাল হোসেন খান ও সাধারণত সম্পাদক মোঃ মামুনুর রশীদ বলেন, বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন মতলব উত্তর উপজেলা শাখার নির্বাচনে আমাদের বিজয়ী করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের নব গঠিত কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন খান জানান, সংগঠনটি সারা দেশব্যাপী স্বাস্থ্যসেবা কর্মীদের অধিকার আদায়ে কাজ করছে।

এমন একটি সংগঠনে সভাপতি নির্বাচিত করায় উপজেলার সকল স্বাস্থ্য সহকারী ও সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি। একই সাথে স্বাস্থ্য সহকারীদের সকল ন্যায্য দাবী দাওয়া আদায়ের সচেষ্ট থাকার অঙ্গিকার ব্যক্ত করছি। তিনি আরও বলেন,স্বাস্থ্য সহকারী, সহ: স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকদের বেতন বৈশম্য নিরষনের লক্ষ্যে নিয়োগবিধী সংশোধন পুর্বক টেকনিক্যাল পদ মর্যাদা সহ শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্বাপেক্ষে ১৩ তম গ্রেড এবং ৪ বছর মেয়াদী ইন সার্ভিস ডিপ্লোমা ট্রেনিং স্বাপেক্ষে ১১ তম গ্রেডর দাবীতে কেন্দ্রীয় এবং জেলার সকল কর্মসুচি বাস্তবায়নে অগ্রনী ভুমিকা পালন করার চেষ্টা করবো।

একই সাথে আগামী ২ বছরের জন্য আমাদের উপর অর্পিত দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পাড়ি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি প্রতিদ্বন্ধি প্রার্থীদের প্রতিও শুভ কামনা রইল। আমারা আগামী দিনগুলোতে হিংসা বিবেদ ভূলে সবাই মিলে কাজ করবো। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করায় নির্বাচনের সাথে জড়িত সকল কলাকৌশলী এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের কাজে কৃতজ্ঞ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here