না.গঞ্জ সদরে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা

0
না.গঞ্জ সদরে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা

প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ না.গঞ্জ সদর উপজেলা পরিষদের আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) চলাকালীন তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ সদরে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

কর্মশালায় বিচার কমিটির মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক ও সহকারী কমিশনার (ভূমি) সদর সার্কেলের সাদিয়া আক্তার, সদস্য ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজুল হক, সদস্য ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা ও সদস্য সচিব উপজেলা প্রকৌশল কর্মকর্তা মোহাম্মদ গোলাম সারোয়ার।

এছাড়াও কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেলের দেনযানী কর, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটের কমিশনার ফজলুল হক ভূঁইয়ার সঞ্চালনায় কর্মশালায় সদর উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here