প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নাইম ইসলাম (১৪) নামের এক শিক্ষার্থীর করুন মৃত্যু হয়েছে। এ সময় নিহত নাইম ইসলামের চাচাতো ভাই সালিম হোসেন (১৫) গুরুতর ভাবে আহত হয়। তাকে উদ্ধার করে যশোর জেরারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার সকাল ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত নাইম ইসলাম এসবিকে ইউনিয়নের ভালাইপুর গ্রামের মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে। সে মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। নিহতের পিতা রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মত আজও নাইম প্রাইভেট পড়ার উদ্যেশে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেড় হয়।
কিছুক্ষন পর জানতে পারি সে এক্রসিডেন্ট করেছে। স্থানীয়রা জানান, ভাইলপুরের দিক থেকে দ্রত গতিতে আসা মোটরসাইকলেটি হাসপাতালের সামনে পৌছালে অপর দিক থেকে আসা প্রাইভেটকারকে সাইড দিতে যেয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে । এতে ঘটনা স্থলেই নাইম মারা যায়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফযেজ উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।