কাঁচপুরে অবৈধ ৩ হাজার ৪৫০ কেজি জাটকা জব্দ

0
কাঁচপুরে অবৈধ ৩ হাজার ৪৫০ কেজি জাটকা জব্দ

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের কাঁচপুরে অভিযান চালিয়ে ৩ হাজার ৪৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (১১ জানুয়ারি) দিনগত রাতে ব্রিজ সংলগ্ন এলাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী দুটি ট্রাক তল্লাশি করে এসব জাটকা উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই জাটকা মাছ জব্দ করা হয়। তবে জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ট্রাকের চালক ও স্টাফদের জিজ্ঞাসাবাদ শেষে অবৈধ জাটকা ছাড়া অন্যান্য মাছ তাদের বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে জব্দ করা ৩,৪৫০ কেজি জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here