ছাত্র-জনতার উপর হামলা ও হত্যা মামলার আসামী কাঁচপুরের মতিন এখনো ধরা ছোঁয়ার বাহিরে

0
ছাত্র-জনতার উপর হামলা ও হত্যা মামলার আসামী  কাঁচপুরে চিহ্নিত ভূমিদস্যূ মতিন এখনো ধরা ছোঁয়ার

প্রেসনিউজ২৪ডটকমঃ সোনারগাঁ প্রতিনিধি : কাঁচপুরে ছাত্রজনতার উপর দফায় দফায় হামলা করা সেই আওয়ামীলীগ নেতা ও চিহ্নিত  ভূমিদস্যু একাধিক হত্যা মামলার আসামি মতিন খাঁন ওরফে ফেল্টুস এমপি মতিনের অপকর্ম এখনো বহাল রয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার মতিন খাঁন যেনো এক মূর্তিমান আতংকের নাম।

স্বৈরাচার শেখ হাসিনার ড্যামি দ্বাদশ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩-আসন সোনারগাঁ উপজেলা থেকে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে এমপি হতেও চেয়েছিলেন এই ভূমিদস্য মতিন খানঁ ওরফে ফেল্টুস এমপি মতিন। ছাত্রজনতার নৈতিক দাবি নিয়ে সারাদেশের নেয় সোনারগাঁ উপজেলার কাঁচপুরে আন্দোলন চালিয়ে গেলে এই মতিন খানঁ তার পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে  ৩আগস্ট ও ৪ আগস্ট দফায় দফায় হামলা চালায়।

এতে করে অনেক শিক্ষার্থী ও সাধারণ জনগন গুরুতর আহত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কিন্ত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ পলায়নের পরপরই গা ঢাকা দেন আওয়ামীলীগের প্রভাবশালী এই নেতা। তার বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ নারায়ণগঞ্জে একাধিক থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছেন। তবুও থেমে নেই তার সন্ত্রাসী বাহিনীদের জমি দখল ও অস্ত্রের মহড়া। কাঁচপুর,সোনাপুর,গঙ্গাপুর, ললাটিসহ আরো অনেক এলাকায় বিস্তার করেছেন তিনি তার অপরাধের স্বর্গরাজ্য।

তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। তার সন্ত্রাসী বাহিনী দিয়ে অসহায় নিরিহ মানুষের জমি ও ঘরবাড়ি দখল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ললাটি এলাকায় নিরিহ মানুষদের জমি দখল করে নিয়ে ইটের ভাটা ও লিপি পেপার মিলস ও গড়েছেন। ইটের ভাটায় তার টর্চার সেল ছিলো বলে একাধিক সূত্র জানান।

আর এসব অবৈধ পথে বেনামে গড়ে সম্পদের পাহাড় ও বনে গেছেন শত শত কোটি টাকার মালিক। দুর্নীতি দমন কমিশনে এসব অবৈধ সম্পদের তদন্তের দাবি জানান সাধারণ জনগণ। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তার গ্রেফতার দাবী জানান কাঁচপুর এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here