প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে মালামাল উঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে সিদ্ধিগঞ্জের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারীর ডিমলা উপজেলার মৃত ভেজাল বর্মণের ছেলে ছায়া পদ (৪৫) ও একই এলাকার হরিসের ছেলে নীল দাস (৬০)। তারা সম্পর্কে জামাই-শ্বশুর। তারা সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার কলেজ পাড়ার কুট্টি ময়নার বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভবনের কাজের জন্য দুটি ভ্যানগাড়ি দিয়ে লোহার এঙ্গেল আনা হয়। গাড়ি চালক ছায়পদ ও নীলদাস এঙ্গেল গুলো ভবনের তিনতলার ছাদে উঠাচ্ছিলেন। এমন সময় অসাবধানতাবশত লোহার এঙ্গেল ভবনের উপরের বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদৃৎস্পৃষ্ট হয়ে তারা তিনতলা থেকে ছিটকে নিচে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নীল দাসের স্ত্রী সন্ধ্যাবালা বলেন, নিহত ছায়াপদ সম্পর্কে তার খালু। তার স্বামী নীল দাস এবং ছায়াপদ দুজনে ইজিবাইক চালক। এর পাশাপাশি তারা বাসাবাড়ির মালামাল নেওয়ার কাজ করেন। বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ডের কদমতলী বড়পুকুর পাড় এলাকায় ফয়সাল আহমেদের নির্মাণাধিন তিন তলা ভবনে নির্মাণ সামগ্রী উঠানোর কাজ করছিলেন তারা।
তারা ভবনের কাজের জন্য আনা লোহার রড ও এঙ্গেল উঠানোর সময় বিদ্যুতের সার্ভিস লাইনের সাথে সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, নির্মাণাধীন ভবনে লোহার এঙ্গেল উঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। কিন্তু এ বিষয়ে কেউ পুলিশের কাছে অভিযোগ করেনি।অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।