দিনাজপুরের ফুলবাড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন পালিত

0
দিনাজপুরের ফুলবাড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন পালিত

প্রেসনিউজ২৪ডটকমঃ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে বুধবার (২৫ ডিসেম্বর) দিনাজপুরের ফুলবাড়ীতে খ্রিষ্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শুভ বড়দিন পালন করা হয়েছে। বড়দিনকে কেন্দ্র করে অপরুপ সাজে সেজেছে উপজেলার প্রত্যেকটি খ্রিষ্টান পল্লী।

জানা যায়, ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার ৫৮টি গির্জা ও চার্চে বড়দিনের প্রার্থনা ও আলোচনাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বড়দিন উদযাপন করা হয়েছে। বড়দিন উপলক্ষে খ্রিষ্টান পল্লীগুলোকে নানা রঙে সাজিয়ে তোলা হয়েছে। বাসাবাড়ী সাজানো হয়েছে নিজস্ব রংতুলির আচড়ে। সাধ্যমতো নতুন জামা কাপড় পড়েছেন পরিবারের সকলে। গ্রামে গ্রামে চলেছে উৎসবের আমেজ। এটি চলবে অন্তত সপ্তাহ জুড়ে এমনটি বলছেন খ্রিষ্টধর্মাবলম্বীরা।

বড়দিনের আনন্দ ভাগ করে নিতে বিভিন্ন স্থান থেকে আত্মীয়-স্বজনরা বাড়ীতে এসেছেন। অতিথিদের জন্য পিঠাপুলি, পায়েশসহ বিভিন্ন খাবার তৈরি করা হয়েছে। বিভিন্ন জায়গায় চলে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তারা বলেন বর্তমান সরকারের সহযোগিতায় বড়দিন সুষ্ঠু ও সুন্দরভাবে পালিত হওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here