প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিনিধি: সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তরের নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের হলরুমে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা টি টেন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪- ২৫ এর প্রথম আসরের খেলার ১ম রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী ১৬ টি দলের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নক আউট ভিত্তিতে খেলা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ ডিসেম্বর ২০২৪ শুরু হয়ে ১১ জানুয়ারি ২০২৫ প্রথম পর্বের ম্যাচগুলো শেষ হবে। এরপর ঠিক করা হবে সেমিফাইনাল ও ফাইনালের তারিখ। খেলায় অংশগ্রহণকারী দলের মধ্যে ড্র এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দলের নাম নির্ধারিত হয়। প্রতিদ্বন্দ্বী দলের নাম বালুচর মাথাভাঙা
যুব কল্যাণ ফাউন্ডেশন বনাম বাইশপুর ফাইটার স্পোটিং ক্লাব, উত্তর নিশ্চিন্তপুর কল্যাণ মূলক সংগঠন বনাম দুর্গাপুর ফ্রেন্ডস ক্লাব, ব্লাক সার্ক বাড্ডা ঢাকা বনাম মুন্সিরকান্দি ক্রিকেট একাদশ, বি আর ইসলামিক ক্রিকেট টিম বনাম সামাজিক প্রগতি ও ক্রীড়া সংগঠন, মামুন একতা বন্ধুমহল সংগঠন বনাম আদুরভিটি আদর্শ ক্লাব, নাওদোনা ওয়ান্ডার্স ক্রিকেট একাদশ বনাম পূর্ব লালপুর ক্রীড়া সংঘ, গণ অধিকার পরিষদ মতলব উত্তর বনাম একতা প্রবাসী কল্যাণ সংগঠন নারায়ণগঞ্জ, বন্ধু মহল একাদশ ইসলামাবাদ বনাম সি পি বয়েজ চাঁদপুর সদর।
এ টুর্ণামেন্ট নিয়ে টুর্ণামেন্ট কমিটির পরিচালক, সাবেক মতলব উত্তর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুন্সী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মতলবের মাটি মানুষের নেতা সাবেক ৪ বারের এমপি ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা সাহেব এর স্মরণে ও স্মৃতিচারণে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম মৌসুম চলছে। অনেক চ্যালেঞ্জ পার করতে হচ্ছে। মাঠের একটা চ্যালেঞ্জ থাকে, দলগুলোরও থাকে। এসব চ্যালেঞ্জ পার করে টুর্নামেন্টগুলোর আয়োজন করছি।
তিনি আরো জানান উদ্বোধনের দিনে অর্থাৎ আগামী ২৯ ডিসেম্বর বিশেষ আকর্ষণ হিসেবে চলচ্চিত্রের নায়ক ওমর সানি, নায়িকা রাত্রি সহ তারকাজগতের অনেক সেলিব্রেটিদের আসার কথা রয়েছে। সবাই সেই অনুষ্ঠানটিতে আশা করছি উপস্থিত থাকবেন। অপরদিকে, কেন এমন আয়োজন জানতে চাইলে টুর্নামেন্ট কমিটির অপর পরিচালক নাজমুল হাসান রোকন বলেন যুবসমাজের অবক্ষয় রোধে, মাদক থেকে দূরে থাকতে যুবকদের খেলাধুলার প্রতি মনোযোগী করতে এ টুর্নামেন্টের আয়োজন।
সহযোগি পরিচালক মোঃ মহিউদ্দিন মুন্সী বলেন মাদক ছাড়ো খেলা ধরো স্লোগানকে বাস্তবায়ন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। উল্লেখ্য, টুর্নামেন্টটির সার্বিক সহযোগিতায় আছেন দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আহসান উল্যাহ প্রধান। ড্র অনুষ্ঠানের পূর্বে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর এর সভাপতিত্বে ও নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের ইংরেজি বিষয় এর সহকারী অধ্যাপক মোঃ আল আমিন পারভেজের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সামসুদ্দীন সরকার, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মানিক ফরাজী, মতলব উত্তর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক কবি নুর মোহাম্মদ খান, মতলব উত্তর উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মুন্সী, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ মহসিন অজি প্রমূখ।
উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক সফিকুল ইসলাম সরকার, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনির মোল্লা, মতলব উত্তর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নান্নু মুক্তার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মহসিন মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ আখন, দূর্গাপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার শাহ আলম, ইউনিয়ন বিএনপি নেতা শরীফ উল্লাহ ভান্ডারী, নুরুল ইসলাম মোল্লা, আরিফুল ইসলাম সরকার, মোঃ জসিম খান, মোঃ মনির হোসেন, মোঃ কবির সিকদার, শাহজালাল সরকার, মোঃ রিয়াদ সরকার, আব্দুল হামিদ সরকার, স্বপন মিয়াজী, মোঃ সোহরাব দেওয়ান, আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও বন্ধু দলের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা বন্ধু দলের সাবেক আহ্বায়ক মোঃ ইশা খাঁ, সহ সভাপতি মোঃ জিলানী খান, সহ সভাপতি মোঃ শরীফ হোসেন, কারা নির্যাতিত ছাত্রনেতা মোঃ তানজিল প্রধান, ছাত্র নেতা মোঃ সবুজ ভান্ডারী, ফাহিম মিয়াজী, রাসেল পাঠান, রিয়াদ সিকদার, মোঃ মিরাজ মোল্লা, মোঃ আমান উল্লাহ প্রধান, আব্দুল করিম প্রধান, মিজান আহমেদ, মোঃ তনীম মুন্সী, মোঃ বাবু পাঠান, নীরব খান প্রমূখ।