তাবলীগের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে তৌহিদী জনতার বিক্ষোভ

0
তাবলীগের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে তৌহিদী জনতার বিক্ষোভ

প্রেসনিউজ২৪ডটকমঃ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: তাবলীগ জামাতের সাদপন্থীদের নিষিদ্ধ ও টঙ্গীতে তাদের হামলায় হতাহতদের
বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে। মাদনীনগর ছাত্রসমাজ ও তৌহিদী জনতার ব্যানারে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে মাদানীনগর মাদ্রসার সামনে থেকে মিছিলটি বেড় হয়ে মুক্তিনগর বটতলা হয়ে মাদানী চত্বর গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিত সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, মাদানী নগর মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান। মিছিলে অংশ নেন, মাদানীনগর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মহিউদ্দিন, সাবেক সচিব শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার আবদুল আলীম,মাদানী নগর ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাসুম, সহ-সভাপতি মাওলানা রাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষর্থী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here