প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিন স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে কারখানার মজুদকৃত সূতা তৈরির কাঁচামালসহ মেশিনারিজ পুড়ে গেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ঝাউগড়া পৌরসভা এলাকায় জাহিন স্পিনিং মিলে এ ঘটনা ঘটে। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করে মিলটিতে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর খবর পেয়ে আড়াই হাজার ও মাধবদী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানাটির মালিক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান জানান, কারখানায় তুলা থেকে সুতা তৈরির কাজ হতো। এখানে ছয় শতাধিক শ্রমিক কাজ করেন। গতকাল বিজয় দিবস উপলক্ষে মিল ছুটি ছিল। এরই মধ্যে রাতে কারখানার একটি অংশে আগুন লাগার ঘটনা ঘটে। কারখানায় তুলা মজুত থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানাটিতে কোন শ্রমিক আটকা পরেনি। তদন্ত কমিটি করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।