বিজয় দিবসে না’গঞ্জ খানপুর মহসিন ক্লাবের ব্যতিক্রমী আয়োজন

0
বিজয় দিবসে না’গঞ্জ খানপুর মহসিন ক্লাবের ব্যতিক্রমী আয়োজন

প্রেসনিউজ২৪ডটকমঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের খানপুর মহসিন ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় খানপুর চিলড্রেন পার্ক মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে এলাকার শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

মহসিন ক্লাবের উদ্যোগে বিজয়ের আনন্দকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আয়োজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতা। বিস্কুট প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সাংবাদিক মাসুদ তালুকদারের ছেলে মুনতাসির রহমান তালুকদার। বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিয়ে আয়োজকরা শিশুদের প্রতিভা বিকাশে উৎসাহিত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবলার সম্রাট হোসেন এমিলি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজসেবক শামসুজ্জামান ভাষানী, মোঃ আসাদুজ্জামান রিংকু, আতাউল হোসেন বুটু, এবং জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহসিন ক্লাবের শিশু-কিশোর ফুটবল একাডেমির পরিচালক মোঃ সাঈদ খান এবং ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন কামাল, আরমান, মোনির হোসেন, আকরাম হোসেন, শাওন, আলামিন প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী পর্বে শিশুদের মধ্যে দেশপ্রেম ও বিজয়ের গুরুত্ব তুলে ধরতে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল বিজয়ের চেতনায় উজ্জীবিত একটি সম্প্রদায়ের মিলনমেলা। সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের উচ্ছ্বাস, এবং অতিথিদের অনুপ্রেরণাদায়ী বক্তব্য পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। এমন ব্যতিক্রমী আয়োজন এলাকার মানুষদের হৃদয়ে বিজয়ের মাহাত্ম্যকে নতুনভাবে জাগ্রত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here