প্রেসনিউজ২৪ডটকমঃ তীব্র শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যয়ে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টায় ১০ ডিগ্রি এবং সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।এদিন জেলায় সকাল থেকে বাইছে মৃদু শৈত্যপ্রবাহ। দিন দিন তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে প্রথম শ্রেণীর আবহাওয়া অফিস চুয়াডাঙ্গা সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান। এ বছর কুয়াশার ঘনত্ব এবং স্থায়িত্ব বেশি হওয়ায় কৃষকের নতুন ধানের বীজতলা নিয়ে সংঙ্কা প্রকাশ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এরই মাঝে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বাড়তে শুরু করেছে শীতজনিত রোগ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিব সাদী জানিয়েছেন, ১ সপ্তাহে প্রায় তিন হাজার রোগী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। যাদের মধ্যে শিশু আর বৃদ্ধদের সংখ্যা বেশি।
এদিকে, চুয়াডাঙ্গার শপিংমলগুলোতে শুরু হয়েছে শীতের পোশাক কেনার ধুম। জমে উঠেছে দোকান ও আউটলেট। তবে ক্রেতারা বলছে গরম পোশাকের দাম নাগালের বাইরে।