তালতলীতে দালাল মুক্ত’র দাবিতে মানববন্ধন

0
তালতলীতে দালাল মুক্ত’র দাবিতে মানববন্ধন

প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্প গুলোতে দালাল মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। শুক্রবার (৬ ডিসেম্বর ২৪) সকাল ১০ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুঁলবাড়িয়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এই এলাকায় বিভিন্ন এনজিও’র প্রকল্প কর্মকর্তারা গ্রামোন্নয়নের জন্য কাজ করতে আসলে এখানকার স্থানীয় শাহ্জাহান মীর এর মেয়ে পাখি বেগম ওই প্রকল্প কর্মকর্তাদের সাথে লোভিং করে সুসম্পর্ক তৈরি করে। বিভিন্ন অনৈতিক সম্পর্কে জড়িয়ে প্রকল্প কর্মকর্তারা ওই পাখির বাসায় গিয়ে তাদের প্রকল্পের কাগজপত্র তৈরি করে। পাখির সাথে আতাঁত করে এনজিওর সহায়তা পাওয়া প্রাপ্য ব্যক্তির নাম বাদ দিয়ে অপ্রাপ্যদের নাম অন্তর্ভুক্ত করেন।

আমরা এই উপকূলীয় অঞ্চলে যে সকল ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তাদের সহায়তার জন্য যে সকল যে সকল প্রকল্প আসলে সে সকল প্রকল্পের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত কিংবা সহায়তা পাওয়ার উপযোগী তাদের নাম অন্তর্ভুক্ত করে এই তেতুলবাড়িয়ার সকল উন্নয়ন সংস্থা দালাল মুক্ত করার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় জেলে নূর হোসেন, আলতাফ হোসেন মাতুব্বর প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here