মতলব উত্তরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে তানভীর হুদা’র গনসমাবেশ

0
মতলব উত্তরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে তানভীর হুদা’র গনসমাবেশ

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর : সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যৈষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, এখন দেশে রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছে, তা আরো কয়েক বছর আগেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছিলেন।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, পতিত আওয়ামী লীগ এখন রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। এ জন্য তারা নানা ষড়যন্ত্র-চক্রান্তে লিপ্ত।

গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে এখন নানা উপায়ে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা করছে। পতিত ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বিএনপি বরাবরই সংগ্রাম করে আসছে এবং করবে। মতলবের মাটি বিএনপির ঘাঁটি উল্লেখ করে তানভীর হুদা বলেন, রাতের ভোটের স্বৈরাচার সরকার আওয়ামীলীগ ক্ষমতায় থাকতেও আমাদের নামে হামলা মামলা দিয়েও তারা আমাদের ধাবিয়ে রাখতে পারেনি।

তাই মতলবে কেউ সম্প্রতির বন্ধন নষ্ট করতে পারবে না। তানভীর হুদা বলেন, আমরা ১৭ বছর বিরোধী দল ছিলাম এখনও আছি। কিন্তু কিছু কিছু নেতাকর্মীদের ভাব দেখলে মনে হয় যেন বিএনপি ক্ষমতায় চলে আসছে। আবার কিছু কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসে আমার কাছে। মানুষের হুমকি ধামকি দেন, মানুষের জমি দখল করতে চান, পুকুরের মাছ ধরে ফেলেন। এগুলো ঠিক নয়, এসব করবেন না। এতে করে দলের বদনাম হবে।

তিনি আরও বলেন, আমার নেতা তারেক রহমান এই নির্দেশনা দেন নাই। তার নির্দেশনা হল, মানুষের কাছে যেতে হবে। মানুষকে বিএনপি সম্পর্কে বুঝাতে হবে। সাধারণ মানুষ ১৭ বছর অশান্তিতে ছিলো। সেই অশান্তি থেকে মানুষকে বের করতে হবে। মানুষের সাথে এমন আচরণ করতে হবে যাতে মানুষ বলে এখন ভালো আছি।

কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, ঢাকা তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, বিএনপি নেতা হাফেজ মাওলানা মুজাম্মেল হজ, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here