রশু নারায়ণগঞ্জ যুব সমাজের মধ্যে চির স্বরনীয় হয়ে থাকবে — খোরশেদ

0
রশু নারায়ণগঞ্জ যুব সমাজের মধ্যে চির স্বরনীয় হয়ে থাকবে — খোরশেদ

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের প্রয়াত সাধারণ সম্পাদক, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রশিদুর রহমান রশু এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার, বন্ধু বান্ধব, দলীয় নেতা কর্মী ও এলকাবাসীর উদ্যেগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরাস্তানে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১ টায় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী রশিদুর রহমান রশুর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান ও কবর জিয়ারত করেন। বাদ এশা মরহুমের মামার বাড়িতে দোয়া মাহফিল ও খাবার বিতরন অনুষ্ঠিত হয়।

রশিদুর রহমান রশুর কবর জিয়ারত শেষে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, রশুকে নিয়ে বলার কিছু নাই, সে আমার ভাগিনা আমি তার জন্য সকলের কাছে দোয়া চাই। সে নারায়ণগঞ্জের যুব সমাজে মধ্যে চির স্বরনীয় হয়ে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here