মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আব্বাস উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার ওঠারচর উচ্চবিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর জানাজা শেষে বৈদ্যনাথপুর কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্প করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা। মতলব উত্তর থানার পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়।রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা।

এ সময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্বাস উদ্দিনের কফিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।গার্ড অব অনার অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, ডা. এমএ করিম। জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্বাস উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার সোহরাওয়ার্দীহাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর।বীর মুক্তিযোদ্ধা মো. আব্বাস উদ্দিন উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের প্রধান বাড়ির কৃতি সন্তান ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী লাভলী বেগম, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here