ময়মনসিংহের গৌরীপুরে ৩ শিক্ষকের বরখাস্তের দাবিতে বিক্ষোভ স্মারকলিপি প্রদান

0
ময়মনসিংহের গৌরীপুরে ৩ শিক্ষকের বরখাস্তের দাবিতে বিক্ষোভ স্মারকলিপি প্রদান

প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম,  ময়মনসিংহ জেলা  প্রতিনিধি : ১৫ বছরে বিএনপির নেতাকর্মী গুম-খুন, ৫৭জন সেনা হত্যা, শাপলা চত্বরে আলেম হত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গৌরীপুরে শহিদ রাকিব, বিপ্লব-জুবায়ের হত্যাকাণ্ড ও  বিস্ফোরক নিয়ে হামলা-নির্যাতনে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে রবিবার (১৭ নভেম্বর) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৩ শিক্ষকের বরখাস্তের দাবিতে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এ কর্মসূচীর আয়োজন করে গৌরীপুর উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। বিক্ষোভ মিছিল শহরের কালিপুর মধ্যম তরফ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাদের ওপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছিলো সেই হামলায় জড়িত মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিক, পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মাজহারুল আনোয়ার ফেরদৌস, সহকারী শিক্ষক রোজি সুলতানা। তাদেরকে অবিলম্বে বরখাস্ত করতে হবে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাবিবুল ইসলাম খান শহিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম শাহীন, পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুনশী, উত্তর জেলা সহ মৎস্য ও পশু পালন বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, পৌর আহ্বায়ক স্বেচ্ছাসেবক শাহীন আলম তারা, সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক সৈকত হোসেন নাজিম, উত্তর জেলা ছাত্রদলের সদস্য আল ইমরান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাগর, জেলা নবীন দলের সহসভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।

উত্তর জেলা বিএনপির সদস্য হাবিবুল ইসলাম খান শহিদ জানান, তিন শিক্ষকের বরখাস্তের বিষয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের নিকটও স্মারকলিপি অনুলিপি প্রদান করা হয়েছে। এ শিক্ষকদের কারণে ঐতিহ্যবাহী গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটচ্ছে।

তিনি আরও বলেন, প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার উপজেলা শিক্ষা কমিটির সভাপতি এবং গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা স্মারকলিপি দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here