কুখ্যাত নৌ ডাকাত বাবলা হত্যা মামলায় জনপ্রতিনিধিকে আসামী করার এলাকাবাসীর মানববন্ধন

0
কুখ্যাত নৌ ডাকাত বাবলা হত্যা মামলায় জনপ্রতিনিধিকে আসামী করার এলাকাবাসীর মানববন্ধন

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর : আলোচিত সমালোচিত কুখ্যাত নৌ ডাকাত বাবলা। চাঁদপুর-মুন্সিগঞ্জের মেঘনা-ধনাগোদা নদী এলাকার অন্যতম জলদস্যু। সম্প্রতি মেঘনা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে নিজ বাহিনীর গ্রুপের ভাগ ভাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে নিহত বাবলা ডাকাত।

ওই হত্যা মামলায় কালীপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য জসিম উদ্দিনকে আসামী করা হয়। নিরপরাধ একজন জনপ্রতিনিধিকে হত্যা মামলা আসামি করার প্রতিবাদে সোমবার (৪ নভেম্বর) সকালে কালীপুর স্কুল এন্ড কলেজ মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। এসময় বক্তারা বলেন, বাবলা একজন আলোচিত ডাকাত সর্দার। সে অত্র নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, নৌ ডাকাতি, চুরি, খুন, গুম সহ কুখ্যাত সব অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি সহ ৪২টি মামলা রয়েছে।

এমন একজন কুখ্যাত ডাকাত সর্দারের নিহতের খবরে এলাকাবাসী স্বস্তি পেয়েছে। কিন্তু আমরা হতাশ হয়েছি যখন শুনলাম বাবলা হত্যা মামলায় নিরপরাধ একজন জনপ্রতিনিধিকে আসামি করা হয়েছে। আমরা মনে এটা ষড়যন্ত্রমুলক। এই মামলা থেকে জসিম উদ্দিন মেম্বারকে দ্রুত অব্যাহতি দিতে হবে। শুধু তাই যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকেও জবাবদিহি করতে হবে। এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবী জসিম উদ্দিন মেম্বারকে দ্রুত এই অব্যাহতি দিতে হবে।

ছাত্রনেতা সজিব আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বশিরুল হক বাচ্চু মিয়াজী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক লিয়াকত আলী চৌধুরী খুকু, শিক্ষক দুলাল হোসেন, মাহমুদা আক্তার, শওকত হোসেন, জুয়েল ঢালী প্রমুখ। এসময় বাবলা ডাকাত হত্যা মামলা থেকে নিরপরাধ জসিম উদ্দিন মেম্বার সহ নিরপরাধ সকলকে অব্যাহতি চেয়ে বিভিন্ন স্লোগান তুলে মিছিল করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here