প্রেসনিউজ২৪ডটকমঃ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনা বৃদ্ধি করতে প্রচারণামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ অক্টোবর) বিকেলে নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ। র্যালিতে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
অধ্যাপক মামুম মাহমুদ জানান, ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ র্যালিটি বের করা হয়। আমাদের লক্ষ মানুষকে ডেঙ্গু মশার উপ্রদ্রুপ থেকে রক্ষা করতে গণসচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি আগ্রহী করে তুলা। র্যালিটি নাসিক ৩ নং ওয়ার্ডের মুক্তিনগর বটতলা থেকে শুরু করে মাদানীনগর, নিমাইকাশারী, আদর্শনগর, সানারপাড়, লন্টন মার্কেট হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সনারপাড় বাস স্ট্যাণ্ডে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ গ্রহণ করেন, বিএনপি নেতা অকিল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম বাবুল, সামছুদ্দিন শেখ, মনির হোসেন, আক্তারুজ্জামান মৃধা, আফজাল হোসেন, কাজী মারুফ, কাজী মনির, প্রফেসর তাজুল ইসলাম, মনির খান, কামাল উদ্দিন, শাহ আলম মাস্টার, ফারহান মেহেদী, জাহাঙ্গীর হোসেন, গুলজার হোসেন, জুয়েল রানা, বাবুল প্রধান, মো. জুয়েল রানা, আক্কেল আলী, রাকিবুল দেওয়ান, আব্দুস সামাদ খান, দেলোয়ার হোসেন, সোহেল রহমান, ফারহান আমেদ রুবেল, মাঈনুল ইসলাম, ফারুক হোসেন, বিল্লাল হোসেন, সাহারাজ, গোলাপ হোসেন, শফিকুল ইসলাম মিণ্টু, দুলাল মিয়া, হানিফ বেপারী, আলমগীর হোসেন, আবিদ হাসান, আজাদ, লিটন, দিদার মহসিন, ইমরান, ফজলু হক কন্ট্রাক্টর, জাকারিয়া শাকিল, শেখ মোহাম্মদ শিপু, শামীম হাসান আয়নাল, নোমান, মোজাম্মেল হোসেন, নাজমুল, নুরু মিয়া, জিয়া, রজ্জব, মোস্তাফিজুর রহমান শাহিন, সিফাতুর রহমান রাজু ও জিতু। এছাড়াও সিদ্ধিরগঞ্জের ১০ টি ওয়ার্ড থেকে বিভিন্ন নেতাকর্মী র্যালিতে অংশ নেন।