প্রেসনিউজ২৪ডটকমঃ সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখলের অভিযোগে আওয়ামী লীগ
নেতা অ্যাডভোকেট আব্দুল লতিফকে (৬০) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিএনপি নেতারা। আব্দুল লতিফ
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।
বুধবার (২ অক্টোবর) দুপুরে মিজমিজি পাইনাদী নতুন মহল্লা পিএমের মোড় থেকে তাকে আটক করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত মনির হোসেন (৫৬) হত্যা মামলার এজাহারভূক্ত ৫৭ নম্বর আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন। আব্দুল লতিফ আওয়ামী লীগ সমর্থিত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সদস্য ছিলেন বলে জানা গেছে।
তিনি মিজমিজি পাইনাদী এলাকার বাসিন্দা। নাসিক ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গাজী মনির বলেন, দুপুরে পিএমের মোড় এলাকায় আব্দুল লতিফ কয়েকজন লোক নিয়ে এসে দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ জমির উপর নির্মিত দোকানপাট দখল করতে আসে। এসময় ব্যবসায়ীদের দোকান থেকে বের হয়ে দোকানপাট বন্ধ করে দিতে বলে। আমি বাধা দিলে আব্দুল লতিফ আমার উপর হামলা করে। তিনি আমার জামা কাপড় ছিড়ে ফেলেন।
তখন আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন বলেন, স্থানীয় জনতা তাকে আটক করে আমাদের ফোন করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।