১০ম গ্রেডের দাবিতে মতলব উত্তরে সহকারী শিক্ষকদের মানববন্ধন

0
১০ম গ্রেডের দাবিতে মতলব উত্তরে সহকারী শিক্ষকদের মানববন্ধন

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর : বৈরি আবহাওয়াও দমাতে পারেনি মতলব উত্তর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বৃষ্টি মাথায় নিয়েই মাঠে ছিল শিক্ষকরা।

২৯ সেপ্টেম্বর বিকেলে মতলব উত্তর উপজেলা পরিষদের প্রধান গেইটে অবস্থান নেয় ৭ শতাধিক শিক্ষক। কর্মসূচিতে শিক্ষকরা উপজেলা গেইটে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন লক্ষে মানববন্ধন করে।মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয় হতে আগত সহকারী শিক্ষকরা বিভিন্ন যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন।

শিকারিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম দিপু ও কলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফরাজীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বাতেন প্রধান, ছেঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হুমায়ুন কবির, দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্যামল কুমার বাড়ৈ, জীবগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রহমতুল্লাহ চৌধুরী, ৯২নং গজরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শাহ আলম, দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নূরে আলম,উদামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মামুনুর রশিদ, উত্তর ছোট হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জোহরা জান্নাত, কিনারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিজানুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here