প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর “জিয়া মঞ্চের” নতুন আহবায়ক ঘোষণা করা হয়েছে।
রবিবার (২২ সেপ্টে:) কমিটির অনুমোদন করেন “জিয়া মঞ্চ” কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইজ্ঞি: মোং জামাল হোসেন।
নতুন এই ২৭ সদস্য আহবায়ক কমিটিতে আহবায়ক পদে আলীনূর হোসাইন ও সদস্য সচিব পদে সাইফুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে।