প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে দীর্ঘ ১৭ বছর পর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার মডেল মসজিদের সভাকক্ষে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
তালতলী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. শাহজালাল পিয়াদার পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য ও বরগুনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মো. মুহিবুল্লাহ হারুন।
তালতলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আফজালুর রহমান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আল-মামুন সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।কর্মী সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী-বাকশালীরা আমাদের প্রথমসারির সকল নেতাকে মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসি দেওয়া হয়েছে।
অসংখ্যনেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। এমন কোনো জুলুম-নির্যাতন নেই, যা আমাদের ওপর চালানো হয়নি। কিন্তু তারা জামায়াতের অগ্রযাত্রা কোনোভাবেই রোধ করতে পারেনি। এসময় বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের আগে বৈষম্যবিরোধী ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরা এ সকল হত্যার সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার দাবি করছি।