প্রেসনিউজ২৪ডটকমঃ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রুদ্ধদ্বার বৈঠক শেষে বঙ্গভবনে সিদ্ধান্ত হয়েছে অন্তবর্তীকালীন সরকার প্রধান হচ্ছেন নোবেল জয়ী ডক্টর ইউনুস।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়।
এর আগে অন্তবর্তীকালীন সরকার গঠনের রূপরেখা নিয়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সেনাবাহিনীর মিনি বাসে করে শিক্ষার্থীরা প্রবেশ করে। এরপর দেড় ঘণ্টা পর অর্থাৎ ৭ টা ৩৫ মিনিটে সশস্ত্র বাহিনীর তিন প্রধান বঙ্গভবনে প্রবেশ করে।
বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা অবশ্যই আগে জানিয়েছে তারা কোন সামরিক শাসক মেনে নিবেনা। তারা গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান নোবেল জয়ী ডক্টর ইউনুসকে অন্তবর্তীকালীন সরকার প্রধান সরকার গঠনের আহবান জানিয়েছে।