প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা ও পুলিশের হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন করে ও প্রতিবাদী গান গেয়ে বিক্ষোভ করেছেন ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় ভোলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আমাদের ভাইয়ের ওপর হামলা হয়েছে। অনেকেই আহত হয়েছেন। ন্যায়সঙ্গত দাবি আদায়ে রক্তচক্ষু দেখাচ্ছে। আমাদের বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা এসবের ভয় পাই না।
আমরা এসবকে পরোয়া করি না। আপনাদের বলছি, এসব বাদ দিন। আমাদের দাবি মেনে নিন। ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটওয়ারী বলেন, শিক্ষার্থীরা শহীদ মিনারে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করায় তাদের কোনো বাধা প্রদান করা হয়নি।