প্রেসনিউজ২৪ডটকমঃ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও হামলার মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
তারা জানান, হামলা ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও একদফা দাবিতে আগামীকাল (১৬ জুলাই) সারা দেশে বিকাল তিনটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আজকে পরিকল্পিতভাবে বহিরাগত এনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।
আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকতে বহিরাগতরা কিভাবে হামলা করে? সরকার সহিংসভাবে এই আন্দোলনকে দমন করতে চাইছে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সারা দেশের মানুষকে রাজপথে নামার আহ্বান জানান।