প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভাস্থ শ্রী শ্রী কালাচাঁন বিগ্রহ মন্দিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩ জুলাই মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির আহবায়ক ও উপজেলা হিন্দু- বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাধেশ্যাম সাহা চান্দুর সভাপতিত্বে উপস্থিত ভক্তদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে মন্দিরের উন্নয়ন, সম্পদ রক্ষা, বিভিন্ন অনুষ্ঠান, পূজা- পার্বণ উদযাপনের লক্ষ্যে ৪১সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সভাপতি পদে : যুধিষ্ঠি বাড়ৈ, সিনিয়র সহ-সভাপতি: সুধীর দেবনাথ, জীবন কৃষ্ণ দাস, বিমল দেবনাথ, সহ-সভাপতি বিমল দাশ, সাধারণ সম্পাদক পদে: মনোরঞ্জন দেবনাথ, যুগ্ন সাধারন সম্পাদক: গনেশ চন্দ্র রায়, কোষাধক্ষ্য: লিটন বর্মন, সহকারী কোষাধাক্ষ: রামকৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক: নয়ন দাস, সহ সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাস, প্রচার সম্পাদক সোহাগ বাড়ৈ, সহপ্রচার সম্পাদক কেশব দাস, সাংস্কৃতিক সম্পাদক নারায়ণশীল, সহ-সাংস্কৃতিক সম্পাদক বাসু দাশ, সুশীল মিস্ত্রি, দপ্তর সম্পাদক বিপ্লব দাস, সহ দপ্তর সম্পাদক দীনেশ দাস, মহিলা বিষয়ক সম্পাদক সুচিত্রা সরকার, সদস্য শ্যামল বাড়ৈ, সুকুমল বাড়ৈ, খগেন্দ্র চক্রবর্তী, সঞ্জয় বনিক, অরুণ মাঝি, রতন দেবনাথ, সাধন দাস, বিষ্ণু বর্মন, হিরো দাস, সত্যরঞ্জন দাস, হৃদয় শীল, রঞ্জিত দাস, মিলন শীল, শ্রীকান্ত সরকার, তপন শীল, কমল মন্ডল, দিলীপ দাস, বিষ্ণু চন্দ্র দাস, কালু দাস, তপন দাস।
উক্ত কমিটি ৩/৭/২০২৪ হইতে আগামী ৩/৭/২৫ পর্যন্ত মেয়াদকাল সময়ে দায়িত্ব পালন করবে। মন্দিরের স্বার্থবিরোধী কোন কার্যক্রম প্রমাণিত হইলে তাৎক্ষণিক মুহূর্তে কমিটি ভেঙ্গে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়।