ভোলায় বাথরুমে মিললো বিষধর সাপ রাসেল ভাইপার

0
ভোলায় বাথরুমে মিললো বিষধর সাপ রাসেল ভাইপার

প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে দেখা মিললো বিষধর রাসেল ভাইপার সাপের। আজ রোববার (১৬ জুন) সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকার মাওলানা হেমায়েত মিয়ার বাড়ির সাখাওয়াত হোসেনের ঘরের বাথরুমে সাপটির দেখা মিলেছে।

এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও আতঙ্কিত হয়ে সাপটিকে তারা পিটিয়ে মেরে ফেলেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সাখাওয়াত হোসেন ঘরের বাথরুমে গিয়ে দেখেন একটি সাপ গোল হয়ে বসে রয়েছে। এই দৃশ্য দেখে সে আতঙ্কিত হয়ে পড়েন। পরে তার এক ভাইকে ডেকে এনে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে সাপটির ছবি তুলে রাখেন।

সাপটি লম্বায় প্রায় আড়াই হাতের মতো। পরে জানতে পারেন সাপটি বিষধর রাসেল ভাইপার। জানা গেছে, বাংলাদেশে বর্তমানে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষধর। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারি হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়।

এ বিষয়ে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই আসে। বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে আসতে পারে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়া কেউ এসব সাপ দেখলে মেরে না পেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর অনুরোধ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here