রাজধানীর ডেমরায় বিপুল পরিমাণ অনুমোদনহীন হোমিওপ্যাথি ওষুধ জব্দ

0
রাজধানীর ডেমরায় বিপুল পরিমাণ অনুমোদনহীন হোমিওপ্যাথি ওষুধ জব্দ

প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর ডেমরা এলাকা থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন হোমিওপ্যাথি ওষুধ জব্দ করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব-৩)। ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে সোমবার (১০ জুন) সন্ধায় ডেমরা থানাধীন ইটখোলা এলাকায় থেকে এসব ওষুধ জব্দ করা হয়।

র‍‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। মো. শামীম হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ জানতে পারে, রাজধানীর ডেমরা থানার ইটখোলা এলাকায় ঢাকা হোমিও হলের গোডাউনে বিপুল পরিমাণ অনুমোদনহীন হোমিওপ্যাথি ওষুধ রয়েছে। পরে আভিযানিক দল এবং ঔষধ প্রশাসন অধিদফতর যৌথভাবে ঢাকা হোমিও হলের গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় গোডাউনে সংরক্ষিত ২৪ প্রকারের হোমিও ওষুধের মধ্যে ৯ প্রকারের মোট ২৯৬ লিটার অনুমোদনহীন ভেজাল তরল জাতীয় হোমিও ওষুধ জব্দ করা হয়। একই সঙ্গে অনুমোদনহীন ভেজাল ওষুধ গোডাউনে বিক্রয়ের উদ্দেশে গুদামজাত করে রাখার অপরাধে উক্ত প্রতিষ্ঠানের মালিক আব্দুল আলীমের (৫৫) বিরুদ্ধে ঔষধ প্রশাসন অধিদফতর কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এসব অবৈধ ও অনুমোদনহীন ভেজাল ওষুধ গুদামজাতকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here