প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ “আগে শিক্ষা পরে বিয়ে, ১৮, ২১ পার হয়ে” এই শ্লোগানকে ধারন করে নারায়ণগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম।
জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাসরিন সুলতানা’র সঞ্চালনায় সভায় অন্যান্যদের আরো বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা, ডে কেয়ার অফিসার ছাবিকুন নাহার ও কমর আলী স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নূরুল ইসলাম প্রমূখ।