ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোর থেকেই ঢাকায় মুষলধারে বৃষ্টি

0
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোর থেকেই ঢাকায় মুষলধারে বৃষ্টি

প্রেসনিউজ২৪ডটকমঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল ইতোমধ্যে উপকূল অতিক্রম করেছে। রিমালের প্রভাবে সারাদেশে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাব পড়েছে রাজধানী ঢাকাতেও। সোমবার (২৭ মে) ভোর থেকেই থেমে থেমে দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুরো রাজধানী জুড়ে বৃষ্টির খবর পাওয়া গেছে।

বৃষ্টিতে স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা। ভোর থেকে বৃষ্টি মাথায় নিয়ে কাজে বের হয়েছেন অনেকে। অস্বস্তিতে রয়েছেন রিকশাচালকরা। অফিসগামীরাও পড়ছেন ভোগান্তিতে। কেউ ছাতা কেউবা রেইনকোট পরিধান করে বের হয়েছেন। অন্যদিকে রাস্তায় গণপরিবহনের সংখ্যাও কম।ওয়ারলেস মোড়ের রিকশাচালক জামাল হোসেন বলেন, বৃষ্টি ভোর থেকে শুরু হওয়ায় রিকশা বের করতে পারেননি।

মাঝখানে একটু থামছিল, পরে আবার শুরু হইছে। রাস্তায় যাত্রীও কম। মৌচাক মার্কেটের কাপড় ব্যবসায়ী করিম বলেন, বৃষ্টি হওয়ায় ভ্যাপসা গরম কমেছে। তবে এক টানা ঝিরঝির বৃষ্টি হলে ভোগান্তি শুরু হয়। চলতে ফিরতে সমস্যা।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here