প্রেসনিউজ২৪ডটকম: নিজস্ব সংবাদদাতা:রাজধানীতে বখাটেদের নিক্ষিপ্ত ঢিলে চলন্ত ট্রেনে থাকা অজ্ঞাতনামা এক যাত্রী গুরুতর আহত হয়েছে। ২৩ নভেম্বর বুধবার সন্ধায় গেন্ডারিয়ার স্টেশনের অদূরবর্তী স্থানে এ ঘটনাটি ঘটে। আহতকে রেলওয়ে কর্তৃপক্ষের সহায়তায় চিকিৎসা দেয়া হয়েছে। তথ্য সূত্রে জানা যায়,একশ্রেণীর বখাটেরা প্রতিনিয়তই ঢাকা-টু-কমলাপুরগামী চলন্ত ট্রেনে ঢিল নিক্ষেপ করে থাকে।
২৩নভেম্বর বুধবার সন্ধা সাড়ে ৩টায় গেন্ডারিয়া স্টেশন থেকে যাত্রীবাহী একটি ট্রেন নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিছু পথ যেতেই গেন্ডারিয়া এলাকা থেকে অজ্ঞাতনামা বখাটেরা ট্রেনের জানালা লক্ষ্য করে ঢিল ছুঁড়ে মারলে এতে অজ্ঞাতনামা(২৬)এক যুবক মারাতœক জখম হন। পরে রেলওয়ে কর্তৃপক্ষের সহায়তায় আহত যাত্রীকে চিকিৎসা দেয়া হয়। ঘটনাটি উপস্থিত যাত্রীদের মাঝে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
যাত্রীদের অনেকেই জানান,চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়ার বিষয়টি দীর্ঘ দিনের। কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকরি কোন পদক্ষেপ না নেয়ার কারণে প্রতিনিয়তই বখাটেরা চলন্ত ট্রেনে ঢিল ছুঁড়ে যাত্রী সাধারণকে আহত করছে। এতে করে যাত্রী সাধারণ যে কোন মুহুর্তে মৃত্যুর আশংকা করছে। জীবনের নিরাপত্তার স্বার্থে সাধারণ যাত্রীরা তদন্তপূর্বক বখাটেদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
একই সাথে জনস্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা নারায়ণগঞ্জ রেল যাত্রীদের একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রেল পরিবার নারায়ণগঞ্জ জোরালোভাবে অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।