ডিএসসিসি দায়িত্ব নিয়েই ২ কর্মকর্তাকে সরালেন মেয়র তাপস

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নতুন মেয়র হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্বগ্রহণের ২৪ ঘণ্টার মাথায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তারা হলেন- উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা (বাজার সার্কেল) মো. ইউসুফ আলী সরদার ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আছাদুজ্জামান।

রবিবার (১৭ মে) ডিএসসিসির নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস ও সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের চাকুরি থেকে অপসারণ করা হয়। আদেশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯ এর বিধি ৬৪ (২) অনুযায়ী জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষায় ওই দুজনকে চাকরি থেকে অপসারণ করা হলো।

বিধি অনুযায়ী তারা ৯০ দিনের বেতন নগদ প্রাপ্য হবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।মূলত স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগেই এই দুজনকে অপসারণ করা হয়েছে বলে ডিএসসিসি সূত্র জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here