রাজধানীতে এক ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা আদায়ের ঘটনায় দুইজন গ্রেফতার

0
রাজধানীতে এক ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদা আদায়ের ঘটনায় দুইজন গ্রেফতার

প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর কোতয়ালী এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণ করে হত্যার হুমকি দিয়ে চাঁদা আদায়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ।রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে পুরান ঢকায়ার রায় সাহেব মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। গ্রেফতারকৃতরা হলেন- মো. মিজানুর রহমান (৩৮) ও রুজিনা বেগম (২৯)। তালেবুর রহমান জানান, গত ৯ আগস্ট ফ্ল্যাট কেনার প্রলোভনে ভুক্তভোগী ব্যবসায়ী মো. সৈয়দ আলীকে ডেমরার শানারপাড় এলাকায় ডেকে নেয় রুজিনা। সেখানে মাইক্রোবাসে থাকা ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরে অজ্ঞাত স্থানে চোখ-মুখ বেঁধে আটকে রেখে মারধর করে, ছবি-ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভুক্তভোগীর মানিব্যাগ থেকে নগদ ২৬ হাজার টাকা এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে ১ লাখ ২৫ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় চক্রটি। সেদিন রাতেই মৌচাক মোড়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর ১৪ সেপ্টেম্বর কোতয়ালী থানায় মামলা দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামি মিজানুর ও রুজিনাকে গ্রেফতার করে।

কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here