রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

0
রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

প্রেসনিউজ২৪ডটকমঃ পাঁচ দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ঢাকা কলেজ সংলগ্ন মিরপুর সড়ক অবরোধ করেন।

কিছুক্ষণ পর তারা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এরপর আন্দোলনের অংশ হিসেবে টেকনিক্যাল মোড়েও সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোড, টেকনিক্যাল মোড় ও আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, ২১ দিন আগে সাত কলেজের ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবিতে জমা দেওয়া স্মারকলিপির অগ্রগতির বিষয়ে আলোচনা করতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে যান সাত কলেজের শিক্ষার্থীরা। ওই সময় অধ্যাপক মামুসহ কয়েকজন শিক্ষক সাত কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে তৎক্ষণাৎ অপমান করে বের করে দেন। এর প্রতিক্রিয়ায় সন্ধ্যায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজের শিক্ষার্থী আফজাল হোসেন কালবেলাকে বলেন, আমরা পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির কাছে গেলে তারা আমাদের অপমান করে বের করে দেয়। এখন শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়াসহ সব দাবি রাতের মধ্যে মেনে নিতে হবে। দাবি না মানলে আমরা রাস্তা ছাড়ব না।

শিক্ষার্থীদের দাবিগুলো :

১. সাত কলেজের ভর্তি পরীক্ষায় ২০২৪-২৫ সেশন থেকেই অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।

২. শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।

৩. শিক্ষক-শিক্ষার্থীদের অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

৪. নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।

৫. সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here